নস্ট স্পিকার ঠিক করুন খুব সহজে | How to Repair D7 mini Speaker easily

নস্ট স্পিকার ঠিক করুন খুব সহজে | How to Repair D7 mini Speaker easily

এলিট ক্যাম্পাসের নতুন সিরিজে আপনাকে স্বাগত জানাই। যিনি এই মূহুর্তে আমাদের আর্টিকেলটি পড়ছেন বা দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সবসময় এভাবে সাপোর্ট দিয়ে যাবেন। আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন যাতে আপনাদের চাহিদা বা প্রয়োজন অনুযায়ী সকল তথ্য, উপাত্ত বিশ্লেষণ ও সমন্নয় করে নতুন নতুন আর্টিকেল সিরিজ তৈরি করতে পারি।

How to Repair D7 mini Speaker easily


আমাদের আজকের আর্টিকেলের বিষয়টি নির্ধারণ করা হয়েছে পাওয়ারফুল লংলাস্টিং অ্যাম্পিলিফায়ার তৈরির সকল বিষয়বস্তু নিয়ে। এই আর্টিকেলটি লেখার তথ্য উপাত্ত আমি কোথা থেকে পেয়েছি সেটা আগে জানিয়ে রাখি। আমি যখন প্রথম ল্যাপটপ ইউজ করি তখন আমার একটা ছোট-খাট কম্পিউটার বক্সের প্রয়োজন পড়ে যাতে সাউন্ড কোয়ালিটি টা একটু বেটার হয় এবং খুব বেশি না আমার রুমের মধ্যে মোটামুটি ভালো সাউন্ড দিবে এমন একটি স্পিকার খুজতে শুরু করি। ফাইনালি অনলাইনে মোটামুটি সাড়া ফেলেছিলো তখন Perfect ব্রান্ডের D7 স্পিকার। আমার জানামতে এই স্পিকার গুলো অনেকেই কিনেছেন। এই স্পিকার গুলোর সাউন্ড কোয়লিটি দাম অনুযায়ী বেশ ভালো বলা যায়। তবে স্পিকার গুলো দুইমাস মোটামুটি ভালই চলে। তারপর একটা সময় এটি সাউন্ড কেমন যেন লো হয়ে যায়। তখন আমি এর সার্কিট পাওয়া যায় কিনা খুজতে থাকি। কিন্তু কোথাও তেমন কোনো সার্কিট পাই না। তখনই আমি বিভিন্নভাবে অনলাইনে রিসার্চ করে কয়েকটি সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী অ্যাম্পিলিফায়ার তৈরি করি কিন্তু একটাও D7 স্পিকারে ঠিকঠাক সাউন্ড আসে না। অবশেষে নিজের মত করে তৈরি করি এই অ্যাম্পিলিফারটি। এই সার্কিটটি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করেছি কোনো প্রকার সমস্যা সমস্যা ছাড়াই। আমার মত যাদের শখের স্পিকার গুলো নস্ট হয়ে পড়ে আছে তারা চাইলেই খুব সহজে ঠিক করতে পারবেন। তো চলুন কিভাবে তৈরি করতে হবে খুব সহজে জেনে নেওয়া যাক।


Tda 2822 Ic



সার্কিটটি তৈরি করতে যেসব কম্পোনেন্ট লাগবে:
১। TDA 2822 আইসি - ১ টি
২। 220uF/10V ক্যাপাসিটর - ৩ টি
৩। 1uF/16V অথবা 1uF/50V ক্যাপাসিটর - ১ টি
৪। 6 Pin Volume control - ১ টি

কার্যপদ্ধতি:
এখন সার্কিট ডায়াগ্রামে দেখানো নিয়ম অনুযায়ী তৈরি করে নিতে হবে। প্রথমে  ক্যাপাসিটর কনেকশন তারপর গ্রাউন্ড  কানেকশন পরপর ইনপুট, ভলিউম, আউটপুট এবং পাওয়ার কানেকশন করে প্রয়োজন মত ওয়ারিং করে নিলেেই অ্যাম্পিলিফায়ার সার্কিটটি তৈরি হয়ে যাবে।
 
Tda 2822 Amplifier Circuit Diagram



ইনপুট:
অডিও ইনপুটে G R L নির্দেশিত পয়েন্ট গুলো হলো G অর্থাৎ গ্রাউন্ড কানেকশন R হলো Right ইনপুট এবং L হলো Left ইনপুট কানেকশন। এখানে 3 পিন অডিও জ্যাক ব্যাবহার করা হয়েছে।


পাওয়ার:
পাওয়ার সেকশনে সর্বোচ্চ 5 Volt এর DC পাওয়ার দিতে হবে। এর বেশি দিলে সার্কিটটি নস্ট হয়ে যেতে পারে। এর জন্য যেকোনো 5 Volt এর AC to DC মোবাইল চার্যার ব্যবহার করলে ভালো আউটপুট পাওয়া যায়।


আউটপুট:
এই সার্কিটটিতে Stereo হওয়ায় দুটি আউটপুট পাওয়া যায়। এখানে দুটি 2.5 Inch 1Watt স্পিকার খুব ভালো ভাবে চালানো যায়। D7 এর মত মিনি স্পিকার গুলোতে এই সার্কিট ব্যবহারে খুব ভালো সাউন্ড পাওয়া যায়।


গুরুত্বপূর্ণ টিপস:
এই সার্কিটটি আকারে ছোট হওয়ায় চাইলে বাইরে না রেখে একটি স্পিকার বডির ভেতরে সেটআপ করতে পারেন। এটি দীর্ঘদিন ইউজ করা যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই। সার্কিটটিতে যে আইসি ব্যবহার করা হয়েছে এটি সহজেই যেকোনো ইলেকট্রনিকস এর দোকানে পেয়ে যাবেন। তাছাড়া মজার ব্যাপার হলো যেকোনো চায়না রেডিওতে সাউন্ড অ্যাম্পিলিফাই করতে এই আইসি ব্যবহার করা হয়ে থাকে। তাই বাসায় যদি নস্ট রেডিও থাকে সেখানেও আইসি পেয়ে যাবেন।


পোষ্ট সম্পর্কিত যেকোনো মতামত আমাদেরকে জানাতে কমেন্ট করুন অথবা Contact us পেইজটি ফলো করুন। প্রযুক্তির নানা খবরাখবর জানতে এবং নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া পেতে আমাদের সাথেই থাকুন।

Post a Comment (0)
Previous Post Next Post