জাতীয় বিশ্ববিদ্যালয় | অনার্স প্রথম বর্ষ | বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি | পর্ব - ২

জাতীয় বিশ্ববিদ্যালয় | অনার্স প্রথম বর্ষ | বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি | পর্ব - ২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে যারা বাংলা বিভাগে অধ্যায়ন করছেন তাদের জন্য আমাদের এই ব্লগ সিরিজটি সাজানো হয়েছে । অনেকেই হয়ত অনার্সের বই গুলো অনলাইনে খুজে থাকেন কিন্তু অন্যসব ক্লাসের বই অনলাইনে থাকলেও অনার্সের বই সমূহ পাওযা যায়না। যার ফলে অনেকেই চাইলেও অনলাইনে বই পড়তে পারেনা। তাই আমরা চেষ্টা করছি বাংলা বিভাগের বই গুলো সকলের নিকট পৌছে দিতে, যাতে সবাই যেকোনো জায়গা থেকে বই পড়তে পারে। আজকের পাঠে সম্রাট আকবর থেকে নিয়ে বাংলাদেশের অভ্যুদয় পর্যন্ত বাছাইকৃত প্রশ্ন গুলোর উত্তর দেওয়া হয়েছে। সকলের জন্য নিরন্তর শুভকামনা।




পোষ্ট সম্পর্কিত যেকোনো মতামত আমাদেরকে জানাতে Contact us পেইজটি ফলো করুন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে আমাদের সাইটটি ভিজিট করুন। ধন্যবাদ।

আলোচিত পাঠ:
বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি
Bangladesh & Bangalir Itihash o Sangaskriti

✅ সম্রাট আকবর


সম্রাট আকবর কবে বাংলা বিজয় করেন?

উত্তর :
 ১৫৭৬ সালে।

বাংলা সনের প্রবর্তক কে?

উত্তর :
সম্রাট আকবর।

অমৃতসর স্বর্ণমন্দির' কে নির্মাণ করেন?

উত্তর :
আকবর।

কোন গ্রন্থে প্রথম বঙ্গ দেশের নাম পাওয়া যায়?

উত্তর :
আইন-ই-আকবরী।

আইন-ই-আকবরী' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর :
আবুল ফজল ।

সম্রাট আকবরের প্রবর্তিত ধর্মটির নাম কী?

উত্তর :
সম্রাট আকবর প্রবর্তিত ধর্ম দ্বীন-ই-ইলাহী।

দ্বীন-ই-ইলাহী' ধর্মের প্রবর্তক কে?

উত্তর :
সম্রাট আকবর।

জিজিয়া কর ও তীর্থ কর কে রহিত করেন?

উত্তর :
সম্রাট আকবর।

রাজপুতনীতির প্রবর্তক কে?

উত্তর :
সম্রাট আকবর।

আকবরের সমাধি কোথায় অবস্থিত?

উত্তর :
সেকেন্দ্রায়।

সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন?

উত্তর :
টোডরমল।

আকবর কখন গুজরাট বিজয় করেন?

উত্তর :
১৫৭২-৭৩ খ্রিস্টাব্দে।

কখন আকবর সিন্ধু বিজয় করেন?

উত্তর :
১৫৯১ খ্রিস্টাব্দে।

আবুল ফজল কে ছিলেন?

উত্তর :
সম্রাট আকবরের বন্ধু এবং সভাকবি ।

সম্রাট আকবরের পুরাে নাম কী?

উত্তর :
জালাল উদ্দিন মুহাম্মদ আকবর।

✅ সম্রাট শাহজাহান


শাহজাহানের বাল্য নাম কী ছিল?

উত্তর :
খুররম।

তাকে কে শাহজাহান' উপাধি দেন?

উত্তর :
সম্রাট জাহাঙ্গীর।

শাহজাহান শব্দের অর্থ কী?

উত্তর :
বিশ্ব সম্রাট।

ময়ূর সিংহাসনের শিল্পী কে ছিলেন?

উত্তর :
পারস্যের বেবাদল খান।

ময়ূর সিংহাসন কোথায় রয়েছে?

উত্তর :
ইরানে (পারস্যে)।

শাহজাহানের স্ত্রীর নাম কী?

উত্তর :
মমতাজ।

শাহজাহানের চার পুত্রের নাম লিখ।

উত্তর :
শাহজাহানের চারপুত্র- দারা, সুজা, আওরঙ্গজেব এবং মােরাদ।

তাজমহল নির্মাণের সময়কাল ছিল কত?

উত্তর :
১৬৩২-১৬৫৩ খ্রিস্টাব্দ ।

তাজমহলের স্থপতি কে ছিলেন?

উত্তর :
ওস্তাদ ঈশা খাঁ।

✅ আওরঙ্গজেব


আওরঙ্গজেব কখন সিংহাসনে আরােহণ করেন?

উত্তর :
২১ জুলাই, ১৬৫৮ খ্রিস্টাব্দে।

কোন মুঘল সম্রাটকে ‘জিন্দাপীর' বলা হয়?

উত্তর :
আওরঙ্গজেবকে।

ফতুয়াই আলমগীর' রচনা করেন কে?

উত্তর :
সম্রাট আওরঙ্গজেব।

আওরঙ্গজেব কত বছর ক্ষমতায় ছিলেন?

উত্তর :
৪৯ বছর।

মীর জুমলা কে ছিলেন?

উত্তর :
আওরঙ্গজেবের সেনাপতি।

ঢাকা গেইট কে নির্মাণ করেন?

উত্তর :
মীর জুমলা।

✅ পলাশীর যুদ্ধ


কখন পলাশীর যুদ্ধ হয়?

উত্তর :
২৩ জুন ১৭৫৭ সালে (বৃহস্পতিবার সকাল ৯টায়)।

নবাব আলীবর্দী খান মৃত্যুবরণ করেন কত সালে?

উত্তর :
১৭৫৬ সালে।

ঘসেটি বেগম কে ছিলেন?

উত্তর :
আলীবর্দী খানের কন্যা।

সিরাজ-উদ-দৌলা কখন কলকাতা নগরী দখল করেন।

উত্তর :
২০ জুন, ১৭৫৬ খ্রিস্টাব্দে।

নবাব ও ইংরেজদের মধ্যে সন্ধি হয় কখন?

উত্তর :
১৭৫৭ সালের ৯ ফেব্রুয়ারি।

পলাশীর যুদ্ধে কে পরাজয়বরণ করেন?

উত্তর :
নবাব সিরাজ-উদ-দৌলা।

ৰর্গী নামে পরিচিত কারা?

উত্তর :
মারাঠা হানাদার দস্যুরা ৰর্গী নামে পরিচিত।
সিরাজ-উদ-দৌলা

সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কী?

উত্তর :
মীর্জা মুহাম্মদ ।

সিরাজের পিতার নাম কী?

উত্তর :
মীর্জা মুহাম্মদ হাশিম জয়নুদ্দিন খান।

সিরাজউদ্দৌলার হত্যাকারী কে?

উত্তর :
মােহাম্মদী বেগ।

কে কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন?

উত্তর :
যব চার্নক।

সিরাজউদ্দৌলা কে ছিলেন?

উত্তর :
আলীবর্দী খানের দৌহিত্র।

ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয় কখন?

উত্তর :
১৭০০ সালে।

✅ দ্বৈত শাসন


দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন কে?

উত্তর :
ওয়ারেন হেস্টিংস।

পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তক কে? 

উত্তর : ওয়ারেন হেস্টিংস।

সতীদাহ প্রথা কী?

উত্তর :
স্বামীর সাথে স্ত্রীর সহমরণ।

সতীদাহ প্রথা বিলােপ করেন কে?

উত্তর :
লর্ড বেন্টিঙ্ক।

দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে?

উত্তর :
লর্ড ক্লাইভ।

দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় কত সালে?

উত্তর :
১৭৬৫ সালে।

সাম্রাজ্যবাদী স্বত্ত্বৰিলােপ নীতির প্রবর্তক কে?

উত্তর :
লর্ড ডালহৌসী।

অন্ধকূপ হত্যা সংঘটিত হয় কত সলে?

উত্তর :
১৭৫৬ সালে।

চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়?

উত্তর :
১৭৯৩ সালে।

টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন?

উত্তর :
মহীশূরের।


✅ বঙ্গভঙ্গ


বঙ্গভঙ্গ হয় কত সালে?

উত্তর :
১৯০৫ সালে।

বঙ্গভঙ্গ কে করেন?

উত্তর :
লর্ড কার্জন।

কোন সালে কত তারিখে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল?

উত্তর :
১৯১১ সালের ১২ ডিসেম্বর।

সূর্যাস্ত আইন ব্যবস্থার প্রবর্তক কে?

উত্তর :
লর্ড কর্ণওয়ালিস (১৭৯৩ সালে)।

কখন নাম ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল?

উত্তর :
বাংলা ১১৭৬ সাল, ইংরেজি ১৭৭০ সাল।

Anthropology শব্দের বাংলা প্রতিশব্দ কী?

উত্তর :
Anthropology শব্দের বাংলা প্রতিশব্দ নৃ-বিজ্ঞান

✅ ফকির মজনু শাহ


বাংলায় ফকির সন্ন্যাসীদের প্রধান নেতা কে ছিলেন?

উত্তর :
ফকির মজনু শাহ।

সন্ন্যাসীদের মধ্যে উল্লেখযােগ্য নেতা কে ছিলেন?

উত্তর :
ভবানী পাঠক।

ফকির ও সন্ন্যাসী বিদ্রোহের সময়কাল কত?

উত্তর :
১৭৬০-১৮০০ সাল।

ফকির মজনুশাহ মৃত্যুবরণ করেন কত সালে?

উত্তর :
১৭৮৭ সালে।

ফকিররা কত সালে চুড়ান্তভাবে পরাজিত হয়?

উত্তর :
১৮০০ সালে।

ফকির আন্দোলনের নেতৃত্ব দেন কে?

উত্তর :
মজনু শাহ।

✅ তিতুমীর


তিতুমীরের প্রকৃত নাম কী?

উত্তর :
মীর নিসার আলী।

তিতুমীর কত বছর বয়সে মা জান?

উত্তর :
১৮ বছর।

তিতুমীর কোথায় বাঁশের কেল্লা স্থাপন করেন?

উত্তর :
নারিকেলবাড়িয়ায়।

কার পরিকল্পনায় বাঁশের কেল্লা নির্মিত হয়?

উত্তর :
গােলাম মাসুম।

তিতুমীর কবে মৃত্যুবরণ করেন?

উত্তর :
১৮৩১ সালের ১৯ নভেম্বর।

✅ ইশরচন্দ্র বিদ্যাসাগর


বিধবা বিবাহ আইনের প্রবর্তক কে?

উত্তর :
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮৫৬ সালে)।

কে হিন্দু বিধবা বিবাহ আইন প্রচলন করেন?

উত্তর :
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন জেলায় জন্মগ্রহণ করেন?

উত্তর :
মেদিনীপুর।

বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয় কত সালে?

উত্তর :
১৯৪৩ সালে ।

দুর্ভিক্ষে কত লােক মারা যায়?

উত্তর :
৩০-৩৮ লক্ষ।

✅ সিপাহী বিদ্রোহ


সিপাহী বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

উত্তর :
সিপাহী বিদ্রোহ ১৮৫৭ সালে সংঘটিত হয়।

সিপাহী বিদ্রোহকে কী বলা হয়?

উত্তর :
প্রথম স্বাধীনতা সংগ্রাম।

সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়?

উত্তর :
বঙ্গদেশের দমদমে এবং ব্যারাকপুরে।

✅ নীল বিদ্রোহ


নীল বিদ্রোহের অবসান ঘটে কত সালে?

উত্তর :
১৮৬০ সালে ।

নীল দর্পণ' নাটক কে রচনা করেন?

উত্তর :
দীনবন্ধু মিত্র।

নীলদর্পণ নাটক কত সালে প্রকাশিত হয়?

উত্তর :
১৮৬০ সালে। 

নীল বিদ্রোহ কি ছিল?

উত্তর :
নীল চাষীদের বিদ্রোহ।

বাংলায় কত বছর নীল চাষ অব্যাহত থাকে।

উত্তর :
প্রায় ১০০ বছর।

ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে?

উত্তর :
রাজা রামমােহন রায়।

বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উত্তর :
১৭৬৪ সালে।

✅ ভারত স্বাধীনতা


ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন?

উত্তর :
লর্ড মাউন্ট ব্যাটেন।

ভারতীয় কংগ্রেস রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় কোন সালে?

উত্তর :
১৮৮৫ সালে।

ভারত স্বাধীনতা আইন পাস করা হবে ।

উত্তর :
১৯৪৭ সালের ১৮ জুলাই।

ভারত স্বাধীনতা লাভ করে কবে?

উত্তর :
১৯৪৭ সালের ১৫ আগস্ট।

ভারত ছাড়' আন্দোলন সূচনা হয় কবে?

উত্তর :
১৯৪২ সালে।

ভারত শব্দের নামকরণ কীভাবে হয়?

উত্তর :
রামচন্দ্রের বৈমাত্রেয় ভ্রাতা ভরতের নাম অনুসারে (ভরত+অ) ভারত হয়েছে।

পাকিস্তান স্বাধীনতা লাভ করে কবে?

উত্তর :
১৯৪৭ সালের ১৪ আগস্ট।

✅ বাংলাদেশের অভ্যুদয়


ছয় দফা কর্মসুচি কে, কোথায়, উপস্থাপন করেন?

উত্তর :
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান লাহােরে উপস্থাপন করেন।

ঐতিহাসিক ছয় দফার কুশীলর কে?

উত্তর :
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

ভাষা আন্দোলনের মুখপত্র ছিল কোন পত্রিকা?

উত্তর :
সাপ্তাহিক সৈনিক পত্রিকা ।

কত সালে ভাষা আন্দোলন হয়?

উত্তর :
১৯৫২ সালে।

স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম কত তারিখে কােথায় উত্তোলন করা হয়?

উত্তর :
২ মার্চ ১৯৭১ ঢাকা বিশ্ববিদ্যালয়ে; তৎকালীন ডাকসু ভিপি আ.স.ম আব্দুর রব।

রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে, কোথায় গঠিত হয়।

উত্তর :
জানুয়ারি ১৯৪৮ সালে, ঢাকায়।

মুজিব নগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?

উত্তর :
১৭ এপ্রিল ১৯৭১ সালে।

বাংলাদেশের স্বাধীনতার ঘােষণা দেওয়া হয় কবে?

উত্তর :
২৫ মার্চ ১৯৭১ রাত বারােটার পর।

বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কোনটি?

উত্তর :
বীরশ্রেষ্ঠ।

বাংলাদেশ স্বাধীন হয় কবে?

উত্তর :
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।

বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

উত্তর :
১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।

Post a Comment (0)
Previous Post Next Post