জাতীয় বিশ্ববিদ্যালয় | অনার্স প্রথম বর্ষ | বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি | পর্ব - ১

জাতীয় বিশ্ববিদ্যালয় | অনার্স প্রথম বর্ষ | বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি | পর্ব - ১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে যারা বাংলা বিভাগে অধ্যায়ন করছেন তাদের জন্য আমাদের এই ব্লগ সিরিজটি সাজানো হয়েছে । অনেকেই হয়ত অনার্সের বই গুলো অনলাইনে খুজে থাকেন কিন্তু অন্যসব ক্লাসের বই অনলাইনে থাকলেও অনার্সের বই সমূহ পাওযা যায়না। যার ফলে অনেকেই চাইলেও অনলাইনে বই পড়তে পারেনা। তাই আমরা চেষ্টা করছি বাংলা বিভাগের বই গুলো সকলের নিকট পৌছে দিতে, যাতে সবাই যেকোনো জায়গা থেকে বই পড়তে পারে। আজকের পাঠে প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের প্রাথমিক পরিচয় থেকে নিয়ে মুঘল সাম্রাজ্য পর্যন্ত বাছাইকৃত প্রশ্ন গুলোর উত্তর দেওয়া হয়েছে। সকলের জন্য নিরন্তর শুভকামনা।




পোষ্ট সম্পর্কিত যেকোনো মতামত আমাদেরকে জানাতে Contact us পেইজটি ফলো করুন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে আমাদের সাইটটি ভিজিট করুন। ধন্যবাদ।

আলোচিত পাঠ:
বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি
Bangladesh & Bangalir Itihash o Sangaskriti

✅ প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের প্রাথমিক পরিচয়

বাংলার প্রাচীন ইতিহাস গড়ে উঠেছে মূলত কীসের উপর ভিত্তি করে?

উত্তর :
প্রত্নতাত্ত্বিক উপাদান।

প্রাচীন যুগ বলতে আমরা গুপ্ত যুগ থেকে নির্ধারণ করি কেন?

উত্তর :
গুপ্ত যুগের আগে কোন ঐতিহাসিক নিদর্শন পাওয়া যায়নি।

প্রাচীন যুগের পরিধি কতটুকু?

উত্তর :
ড. অসিত কুমারের মতে, খ্রিস্টাব্দ ৫ম শতাব্দী থেকে ১২শ শতাব্দী পর্যন্ত ।

প্রাচীন যুগের পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃত।

উত্তর :
৬৫০ থেকে ১২০০ সাল পর্যন্ত বিস্তৃত।

কোন শতকে বঙ্গ ও গৌড় নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়?

উত্তর :
ষষ্ঠ শতকে।

গৌড়ের রাজধানীর নাম কী ছিল?

উত্তর :
কর্ণসুবর্ণ।

বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি?

উত্তর :
পাল বংশ।

গেীড় রাজ্য ধ্বংস হয় কাদের দ্বারা?

উত্তর :
হর্ষবর্ধন ও ভাস্কর বর্ধন।

প্রাচীন বাংলার উত্তর জনপদের নাম কী ছিল?

উত্তর :
প্রাচীন বাংলায় উত্তর জনপদের নাম বরেন্দ্র।

সমতটের রাজধানী কোথায় ছিল?

উত্তর :
বড়কামতা বর্তমান কুমিল্লা জেলার দেবিদ্বার থানার দক্ষিণাংশে।

নানকর ব্যবস্থা কি?

উত্তর :
নানকর ব্যবস্থা হলাে সম্পত্তি বা চাকর প্রভৃতিতে কার্যসম্পাদনের জন্য প্রদত্ত ভূমি।

সিদ্ধার্থ গৌতম কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর :
কপিলাবস্তু, নেপাল।

চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টাব্দ সাম্রাজ্যে প্রতিষ্ঠা করেন?

উত্তর :
খ্রিস্টাব্দ পূর্ব ৩২১ অব্দে।

কোন স্ট্রাটের আমলে এদেশে বৌদ্ধধর্মের প্রসার ঘটে?

উত্তর :
সম্রাট অশােক।

✅ আর্য ও মৌর্য সাম্রাজ্য


আর্যদের আদি অবস্থান কোথায় ছিল?

উত্তর :
দক্ষিণ-পূর্ব ইউরােপে।

আর্য কারা?

উত্তর :
প্রটো অস্ট্রালয়েডদের পর ককেশীয়রা এদেশের প্রবেশ করে, এদেরকে আর্য বলা হয়ে থাকে।

'আর্য' শব্দটির আক্ষরিক অর্থ কী?

উত্তর :
আর্য’ শব্দটির আক্ষরিক অর্থ হলাে- সর্বংশজাত ব্যক্তি।

আর্যদের ধর্ম গ্রন্থের নাম কী?

উত্তর :
বেদ।

আর্য সমাজে বর্ণসমূহ কী কী?

উত্তর :
ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র।

কোন যুগে প্রাচীন বাংলার বুনিয়াদ গড়ে উঠেছিল?

উত্তর :
আর্যপূর্ব যুগে।

আর্যদের প্রাচীনতম সাহিত্য কোনটি?

উত্তর :
বেদ।

আর্য সমাজ কয় বর্ণে বিভক্ত ছিল?

উত্তর :
আর্য সমাজ ৪ ভাগে বিভক্ত ছিল।

আর্যগণ প্রথম কখন এ উপমহাদেশে আগমন করেন?

উত্তর :
খ্রিস্টপূর্বে ২০০০ অব্দে।

আর্য সমাজ কয় শ্রেণিতে বিভক্ত ছিল?

উত্তর :
চার শ্রেণিতে ।

আর্য সমাজের বিভাজিত শ্রেণিগুলাের নাম লেখ।

উত্তর :
ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র।

প্রাচীন পরাজ্যের স্বাধীন সত্তা কখন বিলুপ্ত হয়?

উত্তর :
সম্ভবত মৌর্য সম্রাট অশােকের রাজত্বকালে ।

মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উত্তর :
চন্দ্রগুপ্ত মৌর্য।

মৌর্যদের রাজধানী কোথায় ছিল?

উত্তর :
পাটলীপুত্র।

মৌর্য শাসন যুগের প্রতিষ্ঠাতা কে?

উত্তর :
চন্দ্রগুপ্ত মৌর্য।

মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল?

উত্তর :
 পুণ্ড্রনগর।।

✅ গুপ্ত সাম্রাজ্য


গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উত্তর :
প্রথম চন্দ্রগুপ্ত।

গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা কে ছিলেন?

উত্তর :
প্রথম চন্দ্রগুপ্ত।

গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে?

উত্তর :
সমুদ্র গুপ্ত।

বিক্রমাদিত্য কার উপাধি ছিল?

উত্তর :
দ্বিতীয় চন্দ্রগুপ্তের ।

সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন।

উত্তর :
১৭ বার।।

সম্রাট অশােক বৌদ্ধধর্ম গ্রহণ করেন কেন?

উত্তর :
কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা বৌদ্ধ ধর্মের প্রতি সম্রাট অশােককে আকৃষ্ট করেছিল।

সম্রাট অশােক কখন বােদ্ধধর্ম গ্রহণ করেন?

উত্তর :
রাজা অশােক কলিঙ্গ যুদ্ধের সময় বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন।

রাজা অশােকের বাবার নাম কী ছিল?

উত্তর :
সম্রাট অশােকের বাবার নাম বিন্দুসার ।

দেব রাজবংশের রাজাদের রাজধানীর নাম কী ছিল?

উত্তর :
দেবপর্বত ।

দেবপর্বত কোথায় অবস্থিত ছিল?

উত্তর :
কুমিল্লার ময়নামতি পাহাড়ের দক্ষিণাংশে।

✅ চন্দ্র বংশ


চন্দ্র বংশের শাসকগণ কোন রাজ্যের শাসক ছিলেন?

উত্তর :
পর্ব ও দক্ষিণবঙ্গের।

চন্দ্র বংশের শাসনকাল কত পর্যন্ত বিস্তৃত?

উত্তর :
দশম-একাদশ শতক।

চন্দ্র বংশের প্রথম শক্তিশালী রাজা কে?

উত্তর :
ত্রৈলােক্যচন্দ্র (প্রথম চন্দ্রগুপ্ত)।

প্রাচীন ভারতের সর্বপ্রথম সর্বভারতীয় সম্রাট কে?

উত্তর :
চন্দ্রগুপ্ত মৌর্য ।

দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কী ছিল?

উত্তর :
বিক্রমাদিত্য।

শ্রীচন্দ্র কোন সময় থেকে কোন সময় পর্যন্ত রাজত্ব করেছেন?

উত্তর :
৯৩০-৯৭৫ খ্রিস্টাব্দ পর্যন্ত।

চন্দ্রগুণ মৌর্যের রাজধানী কোথায় ছিল?

উত্তর :
পাটালিপুত্র।

প্রথম চন্দ্রগুপ্ত কত সালে গুপ্ত সাম্রাজ্যের গােড়াপত্তন করেন?

উত্তর :
খ্রিস্টপূর্ব ৩২০ অব্দে।


✅ সেন বংশ


সেন বংশের প্রথম রাজা কে?

উত্তর :
হেমন্ত সেন।

সেন রাজাদের পূর্বপুরুষরা কোন দেশের অধিবাসী ছিলেন?

উত্তর :
দাক্ষিণাত্যের কর্ণাটক।

কার শাসনামলে বাংলা সর্বপ্রথম এক শাসনাধীনে আসে?

উত্তর :
বিজয় সেনের।

সেন বংশের সর্বপ্রথম সার্বভৌম রাজা কে?

উত্তর :
বিজয় সেন।

কোন বংশের পতনের পর মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়?

উত্তর :
সেন বংশ।

সেন বংশের শেষ রাজা কে?

উত্তর :
রাজা লক্ষ্মণ সেন।

কৌলিন্য প্রথার প্রবর্তক কে?

উত্তর :
বল্লাল সেন।

কৌলিন্য প্রথা কে চালু করেছিলেন?

উত্তর :
বিজয়সেনের পুত্র বল্লালসেন ।

‘কৌলিন্য প্রথা কোন সেন রাজার সময়ে চালু হয়?

উত্তর :
রাজা বল্লালসেনের সময়ে চালু হয়।

লক্ষ্মণ সেন কোন ধর্মাবলম্বী ছিলেন?

উত্তর :
বৈষ্ণব। 

বাংলার শেষ হিন্দু রাজা কে?

উত্তর :
লক্ষ্মণ সেন।

লক্ষণ সেনের সময় বাংলার রাজধানী কোথায় ছিল?

উত্তর :
নদীয়া বা নবদ্বীপ।

অরিজ-বৃষভশংকর নামে কে পরিচিত ?

উত্তর :
বিজয় সেন। সেন রাজবংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : হেমন্ত সেন।

✅ কুতুব মিনার


কুতুব মিনার কোথায় অবস্থিত?

উত্তর :
দিল্লিতে।

ভারতে দাস বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর :
 কুতুব উদ্দিন আইবেক।

কুতুব মিনার কে নির্মাণ করেন?

উত্তর :
কুতুবউদ্দিন আইবেক।

নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে?

উত্তর :
হর্ষবর্ধন।

বার ভূঁইয়াদের প্রধান কে ছিলেন?

উত্তর :
ঈশা খাঁ।

ঈসা খাঁর রাজধানী কোথায় ছিল?

উত্তর :
সােনারগাঁয়ে।

বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে?

উত্তর :
রাজা শশাঙ্ক।

কত শতকে বাংলায় মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয়?

উত্তর :
ত্রয়ােদশ শতকে।

বাংলাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে?

উত্তর :
ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বিন বখতিয়ার খিলজী।

বখতিয়ার খিলাজ কোন দেশের অধিবাসী ছিলেন?

উত্তর :
আফগানিস্তানের ।

বঙ্গদেশে তুর্কি শাসনের সূত্রপাত করেন কে?

উত্তর :
ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজী।

সুলতান-ই-বাঙালা বলা হয় কাকে?

উত্তর :
সুলতান সামসুদ্দিন ইলিয়াস শাহকে।

সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন?

উত্তর :
ফেরদৌস।

ইরানের কবি হাফিজের সাথে বাংলার কোন সুলতানের পত্রালাপ হয়েছিল?

উত্তর :
গিয়াসউদ্দিন আজম শাহের।

হযরত শাহজালাল (রা.) বাংলার কোন শাসনকর্তার সময়ে সিলেট আসেন?

উত্তর :
শামসুদ্দিন ফিরােজ শাহ।

দিল্লির সিংহাসনে আরােহণকারী প্রথম মুসলিম নারী কে?

উত্তর :
সুলতানা রাজিয়া।

সুলতানা রাজিয়া কে ছিলেন?

উত্তর :
 সুলতান ইলতুতমিশের কন্যা এবং ভারতবর্ষের সিংহাসনে আরােহণকারী প্রথম নারী ।

✅ শশাঙ্ক


শশাঙ্ক কে ছিলেন?

উত্তর :
প্রাচীন বাংলার স্বাধীন নরপতি। অর্থাৎ শশাঙ্ক গৌড় বংশের শক্তিশালী রাজা ছিলেন।

রাজা শশাঙ্কের শাসনামলের পরে বঙ্গদেশ কয়টি জনপদে বিভক্ত ছিল?

উত্তর :
৩টি-পুঞ্জ, গৌড় ও বঙ্গ।

বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে?

উত্তর :
রাজা শশাঙ্ক।

কোন শাসক প্রাচীন জনপদগুলােকে একত্র করেন?

উত্তর :
শশাঙ্ক। 

রাজা শশাঙ্কের উপাধি কী ছিল?

উত্তর :
মহাসামন্ত।

শশাঙ্ক কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরােহণ করেন?

উত্তর :
৬০৬ খ্রিস্টাব্দে।

কর্ণসুবর্ণ কোন রাজার রাজধানী ছিল?

উত্তর :
রাজা শশাঙ্ক।

কোন গৌড় রাজার মৃত্যুর পর গৌড় ও বঙ্গ এক মস্ত বড় বিপর্যয়ের কবলে পড়ে?

উত্তর :
শশাঙ্ক।

সপ্তম শতকে কাকে গৌড়রাজ বলা হতাে?

উত্তর :
শশাঙ্ক।

শশাঙ্কের মৃত্যু কত সালে?

উত্তর :
৬৩৭ খ্রিস্টাব্দে।

শশাঙ্ক কত সাল পর্যন্ত প্রবল প্রতাপের সঙ্গে পূর্ব ভারতের রাজত্ব করেছিলেন?

উত্তর :
৬১৯ সাল পর্যন্ত।

✅ পাল বংশ


পাল বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর :
গােপাল।

পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে?

উত্তর :
ধর্মপাল।

পাল বংশ কত বছর বাংলায় রাজত্ব করে?

উত্তর :
প্রায় চারশত বছর।

ধর্মপাল কত বছর শাসনকার্য পরিচালনা করেন?

উত্তর :
৪০ বছর।

ড. অতুল সুর-এর মতে পাল বংশ কত বছর রাজত্ব করে?

উত্তর :
প্রায় ৪শ বছর।

পালরাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন?

উত্তর :
বৌদ্ধ ধর্মের।

পাল বংশের শেষ রাজা কে ছিলেন?

উত্তর :
রামপাল

✅ মুঘল সাম্রাজ্য


কোন আমলে সুৰা বাঙালা” শব্দটি ব্যাপক পরিচিতি লাভ করে?

উত্তর :
মুঘল আমলে সুবা বাঙালা', শব্দটি ব্যাপক পরিচিতি লাভ করে।

মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উত্তর :
জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

সম্রাট বাবরের পূর্ণনাম লেখ।

উত্তর :
জহিরউদ্দিন মুহাম্মদ বাবর।

মুঘল সাম্রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর :
১৫২৬ সালে।

বাবরের পৈতৃক নিবাস ছিল কোথায়?

উত্তর :
পরগনায়, বর্তমান আফগানিস্তানে।

পানিপথের প্রথম যুদ্ধ হয় কত সালে?

উত্তর :
১৫২৬ সালে।

পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?

উত্তর :
বাবর ও ইব্রাহীম লােদী।

পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উত্তর :
১৫৫৬ সালে।

পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কত সালে?

উত্তর :
১৭৬১ সালে।

হুরাইনের ১ম যুদ্ধ কত সালে অনুষ্ঠিত হয়?

উত্তর :
১৯৯১ সালে ।

বাবর জাতিতে কী ছিলেন?

উত্তর :
তুর্কি (মুসলমান)।

বাবর অর্থ কী?

উত্তর :
বাঘ (তুর্কি ভাষা)।

বাবর কখন মৃত্যুবরণ করেন?

উত্তর :
১৪৩০ খ্রিস্টাব্দের ২৬ ডিসেম্বর।

বাঙ্গালীর ইতিহাস গ্রন্থটি কার লেখা?

উত্তর :
নীহাররঞ্জন রায়।

তুযক-ই-ৰাৰর কী জাতীয় গ্রন্থ?

উত্তর :
বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থ।

হুমায়ুন কখন সিংহাসনচ্যুত হন?

উত্তর :
১৭ মে, ১৫৪০ খ্রিস্টাব্দে।

কোন মুঘল স্মাট গ্রন্থাগারের সিঁড়ি হতে পড়ে মারা যান?

উত্তর :
হুমায়ুন।

হুমায়ুন শব্দের অর্থ কী?

উত্তর :
ভাগ্যবান (The fortunate)

হুমায়ুন কার নিকট পরাজিত হন?

উত্তর :
শেরশাহের নিকট।

শেরশাহের প্রকৃত নাম কী?

উত্তর :
শেরখান।

কনৌজের যুদ্ধ হয় কখন?

উত্তর :
১৫৪০ খ্রিস্টাব্দে (২৭ মে)।

শেরখানকে শেরশাহ' বলা হয় কেন?

উত্তর :
বাঘ হত্যা করার কারণে।

পাল আমলে বাংলার কোন সাহিত্যকর্ম রচিত হয়েছিল?

উত্তর :
চর্যাপদ ।

গ্রান্ড ট্রাঙ্ক রােড নির্মাণ করেন কে?

উত্তর :
শেরশাহ।

বাঙালির আদি নৃ-গােষ্ঠীর নাম কি?

উত্তর :
বাঙালির আদি ন-গােষ্ঠীর নাম প্রাক দ্রাবিড় বা আদি তাম্রাল।

শেরশাহ জাতিতে কী ছিলেন?

উত্তর :
পাঠান (মুসলমান)।

🔰 বাকি অংশ : এই পাঠের পরবর্তী অংশ পড়তে পর্ব-২ তে ক্লিক করুন।

Post a Comment (0)
Previous Post Next Post