জাতীয় বিশ্ববিদ্যালয় | অনার্স প্রথম বর্ষ | বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা | অধ্যায় - ১

জাতীয় বিশ্ববিদ্যালয় | অনার্স প্রথম বর্ষ | বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা | অধ্যায় - ১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে যারা বাংলা বিভাগে অধ্যায়ন করছেন তাদের জন্য আমাদের এই ব্লগ সিরিজটি সাজানো হয়েছে । অনেকেই হয়ত  অনার্সের বই গুলো অনলাইনে খুজে থাকেন  কিন্তু অন্যসব ক্লাসের বই অনলাইনে থাকলেও অনার্সের বই সমূহ পাওযা যায়না। যার ফলে অনেকেই চাইলেও অনলাইনে বই পড়তে পারেনা। তাই আমরা চেষ্টা করছি বাংলা বিভাগের বই গুলো সকলের নিকট পৌছে দিতে, যাতে সবাই যেকোনো জায়গা থেকে বই পড়তে পারে। সকলের জন্য নিরন্তর শুভকামনা।




পোষ্ট সম্পর্কিত যেকোনো মতামত আমাদেরকে জানাতে Contact us পেইজটি ফলো করুন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে আমাদের সাইটটি ভিজিট করুন। ধন্যবাদ।

আলোচিত পাঠ:
বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা
Bangla Vashar Itihash o Baboharik Bangla


অধ্যায় - ১

বাংলা ভাষার ইতিহাস

✅ ভাষা


ভাষা কাকে বলে? 
উত্তর : বাগযন্ত্রের মাধ্যমে উচ্চারিত অর্থপূর্ণ ধ্বনিসমষ্টি কোনাে মানুষের ভাবের প্রকাশ করলে তাকে ভাষা বলে। 
কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে?  অথবা, বাংলা লিপির উৎস কী? 
উত্তর : ব্রাহ্মীলিপি থেকে। 
ভাষার মূল একক কি? অথবা, ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? 
উত্তর : ধ্বনি। 
বর্তমান পৃথিবীতে কতগুলাে ভাষা আছে? 
উত্তর : প্রায় আড়াই হাজার। 
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ কে রচনা করেন? 
উত্তর : বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।


✅ বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ


ভাষা কেন পরিবর্তিত হয়? 
উত্তর : স্বরভক্তি, ধ্বনি বিপর্যয়, স্বরাগম, স্বরলােপ, অপিনিহিতি, অভিশ্রুতি, স্বৱসঙ্গতিসহ বিভিন্ন ধ্বনি পরিবর্তনের কারণে ভাষা পরিবর্তিত হয়। 
বাংলা ভাষা মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশের মধ্য দিয়ে উৎপন্ন” -এ মত কার? 
উত্তর : এ মত ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের। 
কোন ভাষা বাংলা ভাষার মূল উৎস? 
উত্তর : বৈদিক ভাষা। 
ODEL-এর পূর্ণরূপ কী? 
উত্তর : ODBL = The Origin and Development of the Bengali Language. 
বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? 
উত্তর : সপ্তম শতাব্দীতে ।
মাতৃভাষায় বিবেচনায় বাংলা ভাষার অবস্থান কত? 
উত্তর : চতুর্থ। 
বাংলা শব্দের প্রথম ব্যবহার পাওয়া যায় কোন গ্রন্থে? 
উত্তর : আইন-ই-আকবরী' গ্রন্থে। 
প্রাচীন বাংলার সাহিত্যিক নিদর্শন কী? অথবা, বাংলা ভাষার প্রাচীনতম আদি নিদর্শনের নাম কী? 
উত্তর : চর্যাপদ।
বাংলা ভাষা কোন ভাষা বংশ থেকে উদ্ভূত?
 উওর : ইন্দো-ইউরােপীয় ভাষাবংশ। 
বাংলা ভাষা ইন্দো-ইউরােপীয় ভাষার কোন শাখা থেকে জন্মলাভ করে? 
উত্তর : শত্য শাখা ।
বাঙলা ভাষার ইতিবৃত্ত' গ্রন্থটির রচয়িতা কে? 
উত্তর : ড. মুহম্মদ শহীদুল্লাহ। 
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলাভাষার উৎপত্তি কোন ভাষা থেকে? 
উত্তর : গৌড়ী প্রাকৃত থেকে জাত গৌড়ী অভ্রংশের মধ্য দিয়ে বাংলা ভাষার উৎপত্তি । 
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত থেকে? 
উত্তর : গৌড়ী প্রাকৃত থেকে। 
বাংলা মাগধী প্রাকৃত থেকে উৎপন্ন এই অভিমত কোন পণ্ডিতের? 
উত্তর : ড, সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের। 
মূল ইন্দো-ইউরােপীয় ভাষায় প্রধান শাখা কয়টি ও কী কী?
উত্তর : মূল ইন্দো-ইউরােপীয় ভাষার প্রধান শাখা ২টি। যথা : (১) কেস্তম ও (২) শতম 
ড. শহীদুল্লাহ নব্যভারতীয় আর্য ভাষার শ্রেণিবিভাগ করেছেন কীভাবে?
উত্তর : প্রতীচ্য, মধ্যদেশীয়, মধ্যবতী, প্রাচ্য, দাক্ষিণাত্য এভাবে। 
যে-কোনাে দুজন বাঙালি ভাষাবিজ্ঞানীয় নাম লিখ।
উত্তর : দু'জন বাঙালি ভাষাবিজ্ঞানী হলেন- (১) ড. মুহম্মদ শহীদুল্লাহ ও (২) ড. সুনীতিকুমার চট্টপাধ্যায় ।তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান’ গ্রন্থের লেখক কে? 
উত্তর : হুমায়ুন আজাদ। 
কতাে নদী সরােবর’ গ্রন্থের লেখকের নাম কী? 
উত্তর : ড. হুমায়ুন আজাদ ।
ব্রজবুলি ভাষা কি? 
উত্তর : ব্রজবুলি কৃত্রিম সাহিত্যিক ভাষা। এটি বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণে তৈরি। 
এ পর্যন্ত প্রাপ্ত চর্যাপদ বাংলাভাষার আদি নিদর্শন কী? 
উত্তর : চর্যাপদ। 
বাংলা শব্দের ব্যবহার প্রথম কে, কোন গ্রন্থে করেন? 
উত্তর : আবুল ফজলের 'আইন-ই-আকবরী গ্রন্থে। 
বাংলা গদ্যে প্রথম বিরাম চিহের সার্থক ব্যবহার করেন কে? 
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 
বাংলা, আসামী, উড়িয়ার 'অ' কারের উচ্চারণ কেমন? 
উত্তর : সংবৃত (ইংরেজি ভর্ম শব্দের ম এর মত)। 
বাংলা গদ্যে চলিত-রীতির প্রবর্তক কে? 
উত্তর : বাংলা ভাষায় গদ্যে চলিত-রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী।  
বর্ণ কাকে বলে? 
উত্তর : ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। 
বাংলায় প্রতিধ্বনি শব্দ বা Echo word ব্যবহারের রীতি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর : দ্রাবিড়। (দুধ-টুধ, জল-টল) 
মােটামুটি বাংলা ভাষার উপর কোন ভাষাগুলাের প্রভাব রয়েছে? 
উত্তর : ফারসি, পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি ও ইংরেজি ভাষার প্রভাব। 
কোন বাংলা স্বরধ্বনির বর্ণমালা নেই কিন্তু স্বরধ্বনি হিসেবে ব্যবহৃত হয়?
উত্তর : অ্যা ।
বাংলা ভাষায় ফারসির প্রভাব কত দিক থেকে? 
উত্তর : দুদিক থেকে। ১. শব্দের দিক ও ২, ব্যাকরণের দিক থেকে। 
বাংলা শব্দের প্রথম ব্যবহার পাওয়া যায় কোন গ্রন্থে? 
উত্তর : আবুল ফজলের 'আইন-ই-আকবরী' গ্রন্থে।
ওলন্দাজ এর কোন শব্দগুলাে বাংলা বলে মনে হয়? 
উত্তর : হরতন, রুইতন, ইস্কাপন, তুরুপ ইত্যাদি। 
প্রাচীন বাংলা কাব্যে ব্যবহৃত ছন্দের নাম কি? 
উত্তর : প্রাচীন বাংলা কাব্যে ব্যবহৃত ছন্দের নাম পয়ার ছল। 
বাংলা ভাষায় যুগ সন্ধিকাল কোন সময়?
উত্তর : ১২০১ খ্রিঃ-১৩৫০ খ্রিঃ পর্যন্ত। 
বঙ্গীয় শব্দকোষ কার লেখা? 
উত্তর : হরিচরণ চট্টোপাধ্যায়।


✅ উপভাষা/আঞ্চলিক ভাষা

উপভাষা কী? 
উত্তর : কোন ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছােট দলের বা অঞ্চলের প্রচলিত ভাষা ছাদই উপভাষা। 
পূর্ববঙ্গ ও দক্ষিণ-পূর্ববঙ্গ নিয়ে যে উপভাষা অঞ্চল তার নাম কী? 
উত্তর : বাঙ্গালি উপভাষা। 
বাংলা ভাষার কয়টি উপভাষা ও কী কী? 
উত্তর : ৫টি : রাঢ়ী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, বাঙ্গালি ও কামরূপী ৰা রাজবংশী । 
জানালা’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? 
উত্তর : ফারসি। 
বরেন্দ্রী উপভাষা বাংলাদেশের কোন এলাকায় ব্যবহৃত হয়। 
উত্তর : রাজশাহী, রংপুর ও দিনাজপুর। 
বাংলা ভাষায় প্রচলিত আঞ্চলিক ভাষারীতির সংখ্যা কতটি? 
উত্তর : ১২টি।


✅ আর্যভাষা

আর্য কাদের বলা হয়? 
উত্তর : শতম শাখাভুক্ত ভাষাভাষীদের যে গােষ্ঠী দক্ষিণ-পূর্ব এশিয়ার দিকে চলে আসে তাদের। 
শ, ষ, স স্থানে হ' উচ্চারিত হয় কোন উপভাষায়? 
উত্তর : প্রাচ্য উপভাষা। 
আর্যরা এদেশে কত সালে আগমন করে? 
উত্তর : আর্যরা এদেশে আগমন করেন খ্রিষ্টপূর্ব ১৪০০-১৫০০ অব্দে। 
আর্যরা কোথায় বসতি স্থাপন করেন? 
উত্তর : ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে। 
প্রাচীন ভারতীয় আর্য ভাষায় কতটি ৰচন ছিল? 
উত্তর : তিনটি : একবচন, দ্বিবচন ও বহুবচন। 
ড. শহীদুল্লাহ-এর মতে প্রাচীন ভারতীয় আর্য ভাষার কতটি উপস্তর রয়েছে? 
উত্তর : তিনটি। যথা : ১ম- আদি মধ্য, ২য়- মধ্য মধ্য, ৩য়- অন্ত মধ্য। 
আর্যদের প্রাচীনতম সাহিত্য সংকলন কি? 
উত্তর : বেদ। 
ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি ও কি কি? 
উত্তর : তিনটি। (১) আদিমস্তর, (২) মধ্যযুগ ও (৩) আধুনিক স্তর।
ভারতীয় আর্য ভাষার কোন স্তরে বাংলা ভাষার অবস্থান? 
উত্তর : তৃতীয় স্তরে। 
দ্বিতীয় স্তর মধ্যভারতীয় আর্যভাষা-
উত্তর : ২০০ খ্রি. হতে ৪৫০ খ্রি. পর্যন্ত। 
প্রাচীন ভারতীয় আর্য ভাষা কোন সময়ের? 
উত্তর : খ্রিস্টপূর্ব ১২০০ অব্দ থেকে খ্রিস্ট পূর্ব ৫০০০ অব্দ পর্যন্ত। 
আর্য ভাষার শাখা কয়টি? 
উত্তর : তিনটি। যথা-১। ইরানীয়; ২। দারদীয়; ৩। ভারতীয় ।
ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায় তার নাম লেখ। 
উত্তর : বেদ সংহিতা। 
আদিতে অপভ্রংশ কোন সমাজে ব্যবহৃত হতাে? 
উত্তর : বৌদ্ধ ও জৈন সমাজে ব্যবহৃত হতাে।


✅ প্রাচীন / নব্য ভারতীয় আর্য ভাষা

ভারতীয় কয়েকজন সংস্কৃত ভাষাতাত্ত্বিকের নাম লিখ। 
উত্তর : পাণিনি, পতঞ্জলি ও কাত্যায়ন। 
অপভ্রংশ কী? 
উত্তর : ব্যাপক ব্যবহারের ফলে প্রাকৃত ভাষা পরিবর্তিত হয়ে সৃষ্টি হয় অপভ্রংশ। 
অপভ্রংশ যুগের আরম্ভ কত খ্রিস্টাব্দে? 
উত্তর : অপভ্রংশ যুগের অরম্ভ আনুমানিক ৮০০ খ্রিস্টাব্দ। 
অপভ্রংশ কোন স্তরের সাহিত্যের ভাষা? 
উত্তর : মধ্যভারতীয় আর্যভাষার ৩য় স্তরের।
ভারতীয় আর্য ভাষার প্রাচ্য শাখার অন্তর্গত ভাষা মাগধী ভাষা’ বলে অভিহিত করেছেন কে? 
উত্তর : ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 
ব্যাকরণবিদ মার্কণ্ডেয়’র মতে অপভ্রংশ কয়টি? 
উত্তর : মার্কণ্ডেয়’র মতে অপভ্রংশ ৩ টি। 
প্রাচীন ভারতীয় আর্য ভাষার ‘অবিধবা, আকুলায়িত' বিভিন্ন ধাপে পরিবর্তন হয়ে আধুনিক বাংলা রূপ কী? 
উত্তর : এয়াে, এলাে। 
রামায়ণ ও মহাভারত কোন ভাষায় রচিত গ্রন্থ। 
উত্তর : সংস্কৃত ভাষায়। 
কোন ভাষাকে প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলা হয়? 
উত্তর : ইন্দো-ইরানীয় ।
মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম উপন্তরের সময়সীমা লেখ।
উত্তর : খ্রিস্টপূর্ব ৫০১ অব্দ থেকে ৬৫০ অব্দ পর্যন্ত। 
বাংলা ভাষা নব্য ভারতীয় আর্যের কোন শাখাভুক্ত? 
উত্তরঃ প্রাচ্য শাখা। 
নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচ্য শাখা কোনটি? 
উত্তর : বঙ্গকামরূপী।
নব্য ভারতীয় আর্য ভাষার আধুনিক পর্বের দুটি ভাষার নাম লিখ। 
উত্তর : বাংলা, আসামি। 
নব্যভারতীয় আর্য ভাষার উদ্ভবের সময়কাল কত? 
উত্তর : ১০০০ খ্রিস্টাব্দ। 
নব্যযুগের গণনা শুরু হয় কত সালে? 
উত্তর : ১৮০০ খ্রিস্টাব্দ হতে। 
পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তের কাফেরী ভাষাগুলাে কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে? 
উত্তর : দারদী ভাষা থেকে। 
মধ্যযুগের বাংলা কোন বিদেশি দ্বারা বেশি প্রভাবিত হয়েছে? 
উত্তর : মুসলিমদের দ্বারা।

আরো পড়ুন:

✅ বেদ/বৈদিক ভাষা

বেদের মধ্যে প্রাচীন ধর্ম?
উত্তর : ঋগ্বেদ। 
বৈদিক ভাষা কী? 
উত্তর : ‘বেদ’ হতে বৈদিক শব্দের উৎপত্তি। আর্যগণ যে ভাষায় তাদের ধর্মগ্রন্থ বেদ সংহিতা রচনা করেছিলেন, সে ভাষাকে বৈদিক ভাষা বলে।
বৈদিক ভাষা হতে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান ধারা কয়টি? 
উত্তর : তিনটি- (ক) প্রাচীন ভারতীয় আর্য, (খ) মধ্য ভারতীয় আর্য (গ) নব্য ভারতীয় আর্য।


✅ ইন্দো-ইউরােপীয় ভাষা

ইংরেজদের আগমনের পূর্বে এদেশে কাদের প্রভাব বেশি ছিল? 
উত্তর : মুসলমানদের। 
মূল ইন্দো-ইউরােপীয় ভাষার প্রথম বিভাগ কী?
উত্তর : কেন্তুম ।
গৌড় অপভ্রংশের পূর্ববর্তী ভাষার নাম কি? 
উত্তর : গৌড় প্রাকৃত। 
গৌড়ী প্রাকৃতের পরবর্তী স্তর কোনটি বা কী ছিল? 
উত্তর : গৌড়ী অপভ্রংশ। 
ইন্দো-ইউরােপীয় মূল ভাষার সময়কাল উল্লেখ কর। 
উত্তর :  খ্রীস্টপূর্ব ২০০০ হতে ১২০০ পর্যন্ত। 
আনুমানিক কোন সময়ে ইন্দো-ইউরােপীয় ভাষা বংশের উৎপত্তি ঘটে। 
উত্তর : ৫০০০ খ্রিঃ পূর্ব। 
ইন্দো-ইউরােপীয় মূল ভাষার আনুমানিক সময়কাল কত? 
উত্তর : খ্রি: পূর্ব ৫ হাজার বছর। 
শতম বিভাগের শাখা কয়টি ও কী কী? 
উত্তর : ৪টি যথা (১) ইন্দো-ইরানীয়, (২) আলবেনীয়, (৩) বাল্টোপ্লাভিক ও (৪) আর্মেনীয়। 
গৌড়ীয় প্রাকৃত বলতে কী বােঝায়? 
উত্তর : গৌড় অপভ্রংশ ভাষার আগের ভাষা। 
ইন্দো-ইউরােপীয় ভাষার কোন শাখা হতে আর্য শাখা এসেছে? 
উত্তর : ইন্দো-ইরানীয় । 
ইন্দো-ইরানীয়ান শাখার ভাষা গােষ্ঠীর আনুমানিক উৎপত্তি কত বছর আগে? 
উত্তর : ১৮০০ খ্রিস্টপূর্বাব্দে। 
কোন ভাষা গােষ্ঠী সবচেয়ে বড়? 
উত্তর : ইন্দো-ইউরােপীয় ভাষাগােষ্ঠী।


✅ পাণিনি

পাণিনি কে ছিলেন? 
উত্তর : খ্রিস্টপূর্ব ৫ম শতকের বিখ্যাত ব্যাকরণবিদ । 
সংস্কৃত অষ্টাধ্যায়ী ব্যাকরণের রচয়িতা কে? 
উত্তর : পাণিনি। 
জ্যাকৰ গ্রিম কে ছিলেন? 
উত্তর : তুলনামূলক ভাষাতত্ত্বের পণ্ডিত 
পাণিনি রচিত ব্যাকরণের নাম কী? 
উত্তর : অষ্টাধ্যায়ী ব্যাকরণ । 
পাণিনি কোন ভাষার ব্যাকরণ রচনা করেছিলেন? 
উত্তর : সংস্কৃত ভাষার। 
ভাষার ইতিহাসে পাণিনি খ্যাতিমান কেন? 
উত্তর : সংস্কৃতি অষ্টাধ্যায়ী ব্যাকরণ রচনার জন্য ।


✅ বিবিধ

সন্ধিস্বর আরম্ভ হয় কখন? 
উত্তর : আদ্য মধ্য বাংলা থেকে। 
প্রাকৃতে ধাতু রূপকে কয়টি শ্রেণিতে বিভক্ত করা যায় ? 
উত্তর : ৩টি। যথা- (ক) অ-গণ (খ) ও-গণ, ই-গণ (গ) অন্যান্য-গণ। 
কোন কোন বিষয়ের উপর ভাষাতত্ত্বের বিশ্লেষণ হতে পারে? 
উত্তর : ধ্বনি, শব্দ ও বাক্য। 
সংস্কৃত ভাষা কোন স্তরের ভাষা? 
উত্তর : শতম স্তরের সংস্কৃত ভাষা। 
পতঞ্জলি রচিত ব্যাকরণ গ্রন্থের নাম লিখ। 
উত্তর : মহর্ষি বাদরায়ন। 
শতম কাকে বলে? 
উত্তর : যে সব ভাষায় মূলভাষার 'ক' ধ্বনি 'স' ধ্বনিতে পরিবর্তি হয়, সেগুলােকে শতম বলে। 
শতম শাখা প্রধানত কয় ভাগে বিভক্ত? 
উত্তর : চার ভাগে বিভক্ত । আলবেণীয়, আর্মেনীয়, বাল্টোস্লাভিক, আর্য বা ইন্দো-ইরানীয়। 
কাদের মতে বাংলা সংস্কৃতের দুহিতা? 
উত্তর : সংস্কৃত পণ্ডিতদের।
প্রাকৃত ভাষা কাকে বলে? 
উত্তর : মধ্য ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তরে জনসাধারণ যে ভাষায় কথা বলত সে ভাষাকে প্রাকৃত ভাষা বলে। 
কয়েকটি প্রাকৃত ভাষার নাম লিখ। 
উত্তর : শৌরশেণি প্রাকৃত, মহারাষ্ট্রীয় প্রাকৃত, অর্ধ-মাগধী প্রাকৃত, মাগধী প্রাকৃত। 
প্রাকৃত ভাষা কী? 
উত্তর : মধ্যভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তরে জনসাধারণ যে ভাষায় কথা বলতাে সে ভাষাকে প্রকৃত ভাষা বলে। 
প্রাকৃত বৈয়াকরণেরা কোন প্রাকৃতকে মূল ধরে অন্যান্য প্রাকৃতের লক্ষণ বিচার করেছিলেন? 
উত্তর : মাগধী প্রাকৃত। 
অমধ্যযুগের সময় সীমা কত? 
উত্তর : খ্রিস্টীয় ১৫০১ থেকে ১৮০০ সাল পর্যন্ত। 
চর্যাপদের রচয়িতা কারা? 
উত্তর : বৌদ্ধ সহজিয়া পন্থিরা।
কেন্তুম কাকে বলে? 
উত্তর : যেসব ভাষায় মূল ভাষার ‘ক’ ধ্বনি রক্ষিত অর্থাৎ ‘ক’ ই উচ্চারিত তাকে কেন্তুম বলে। 
কেন্তুম শাখার উপবিভাগগুলাে কী কী? 
উত্তর : কেন্তুম শাখার উপবিভাগ হলো হিত্তিক ও তুখারিখ। 
মাগধ' শব্দটির অর্থ কী? 
উত্তর : মাগধ’ শব্দের অর্থ 'স্তুতিপাঠক বা মগধ দেশীয় ।
কেন্তুম শাখার বৈশিষ্ট্য কী? 
উত্তর : মূল শাখার ক' ধ্বনি রক্ষিত থাকা 
আইন-ই-আকবরী গ্রন্থে বাংলা শব্দের ব্যবহার প্রথম কে করেন? 
উত্তর : আবুল ফজল। 
মধ্যযুগে বাংলাভাষার শ্রেষ্ঠ সাহিত্য নিদর্শন কি? 
উত্তর : বড় চন্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন।

🔰 বাকি অংশ : এই পাঠের পরবর্তী অংশ পড়তে অধ্যায়-২ তে ক্লিক করুন।


আরো পড়ুন:
Post a Comment (0)
Previous Post Next Post